kalerkantho

টিভি হাইলাইটস

১২ মার্চ, ২০১৭ ০০:০০টিভি হাইলাইটস

অপরাজিতা

সুপার শেফ

আজ রাত ৯টায় এনটিভিতে প্রচারিত হবে রান্নাবিষয়ক রিয়ালিটি শো ‘সুপার শেফ-২০১৭’। প্রতিযোগীরা রন্ধনবিদ্যায় দক্ষতা দেখানোর সুযোগ পান। তাঁদের প্রতিভা বিচার করছেন অভিনেতা তারিক আনাম খান, শেফ ড্যানিয়েল ও শারমিন লাকী। উপস্থাপনায় শারমিন লাকী।

 

অপরাজিতা

দীপ্ত টিভিতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক ‘অপরাজিতা’। আশাপূর্ণা দেবীর উপন্যাস ‘বালুচরী’ অবলম্বনে এই ধারাবাহিক। অভিনয়ে নাইরুজ আফজাল কবীর, চিত্রলেখা গুহ, সায়মা করিম, মাহবুবা রেজানূর, আতিক রহমান, নুসরাত জাহান প্রমুখ।

 

পটল কুমার গানওয়ালা

গ্রামের ছোট্ট ছেলে পটল। গাইতে ভালোবাসে। বাবা শহরের বড় গায়ক। কিন্তু পটলের সঙ্গে থাকে না। মা সুভাগা পটলকে একা মানুষ করেছে। এক দুর্ঘটনায় মা মারা যায়। পটল সিদ্ধান্ত নেয়, বাবার মতো বড় গায়ক হবে। এমনই গল্প নিয়ে ধারাবাহিক ‘পটল কুমার গানওয়ালা’। দেখা যাবে সন্ধ্যা ৭টায়, স্টার জলসায়।

 

এক্সট্রিম কালেক্টরস

সব মানুষেরই কিছু শখ থাকে। তবে কখনো কখনো সেই মাত্রা ছাড়িয়ে যায়। এই মাত্রা ছাড়ানো সংগ্রাহকদের খুঁজে বের করেন অ্যান্ড্রু জিগারস। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে সংগ্রাহকদের বাড়িতে বাড়িতে ঘুরে দেখেন সেসব সংগ্রহশালা। জানান ইতিহাস। দেখা যাবে আজ রাত ১২টায়,  হিস্ট্রি চ্যানেলে।মন্তব্য