kalerkantho


কারাগারে অভিজ্ঞতা

রংবেরং ডেস্ক   

১২ মার্চ, ২০১৭ ০০:০০কারাগারে অভিজ্ঞতা

চরিত্রের জন্য কত কী-ই না করতে হয় অভিনেতাদের! সেটা যদি হয় কোনো বায়োপিক তাহলে তো কথাই নেই। বাস্তবের মানুষটির মতো হয়ে উঠতে প্রাণ ওষ্ঠাগত হয়ে ওঠে অভিনেতাদের। এই যেমন রণবির কাপুর। আরেক বলিউড অভিনেতা সঞ্জয় দত্তর বায়োপিকে অভিনয় করছেন তিনি। রাজকুমার হিরানির এই ছবির জন্য ১৩ কেজি ওজন বাড়িয়েছেন, সঞ্জয়ের সাক্ষাৎকার দেখে পার করেছেন দিনের পর দিন। এবার আরো ভালোভাবে ‘সঞ্জয়’ হয়ে উঠতে জেলে গেলেন রণবির। জানা গেছে, সপ্তাহখানেক আগেই ভূপালের একটি কারাগারে ঢুকেছেন রণবির। ব্যক্তিগত জীবনে নানা কারণে বেশ কয়েকবার কারাগারে যেতে হয়েছে সঞ্জয়কে। সিনেমায়ও থাকবে সেই প্রসঙ্গ। তাই কারাজীবনের অভিজ্ঞতা নিতেই জেলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রণবির। এক সপ্তাহের কারাবাস শেষে আজই তাঁর বেরিয়ে আসার কথা।মন্তব্য