kalerkantho


কালিকাপ্রসাদকে ‘ভুবন মাঝি’ উৎসর্গ

রংবেরং প্রতিবেদক   

১০ মার্চ, ২০১৭ ০০:০০কালিকাপ্রসাদকে ‘ভুবন মাঝি’ উৎসর্গ

‘ভুবন মাঝি’ দিয়েই সংগীত পরিচালনা শুরু করেছিলেন কলকাতার জনপ্রিয় ব্যান্ড ‘দোহার’-এর গায়ক কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবিতে তাঁর কথা, সুর ও সংগীতে ‘আমি তোমারই নাম গাই’ প্রশংসিত হয়। ‘ভুবন মাঝি’র প্রিমিয়ারে ২ মার্চ ঢাকায়ও এসেছিলেন তিনি। মঙ্গলবার সকালে সড়ক দুর্ঘটনায় তাঁর আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দুই বাংলার সংস্কৃতি অঙ্গনে। নির্মাতা ফাখরুল আরেফিনও শোকস্তব্ধ। ‘ভুবন মাঝি’ ছবিটি এই গায়ককে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি, ‘এভাবে তিনি চলে যাবেন ভাবতেও পারিনি। অচিরেই এডিট করে ছবিতে তাঁর নাম বসানো হবে।’ বুধবার ‘ভুবন মাঝি’র সব প্রদর্শনীতে এক মিনিট নীরবতা পালন করা হয় বলেও জানান ফাখরুল।মন্তব্য