kalerkantho

টিভি হাইলাইটস

৯ মার্চ, ২০১৭ ০০:০০টিভি হাইলাইটস

সং-সার

শুভ মুক্তি

এটিএন বাংলায় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে প্রচারিত হবে চলচ্চিত্রবিষয়ক অনুষ্ঠান ‘শুভ মুক্তি’। প্রতি সপ্তাহে দেশে মুক্তি পাওয়া চলচ্চিত্রের গল্প, গান, শুটিং লোকেশন, নায়ক-নায়িকা, প্রযোজক, পরিচালকদের মজার অভিজ্ঞতাসহ স্টুডিওতে কথোপকথন দিয়ে অনুষ্ঠানটি সাজানো। উপস্থাপনায় নন্দিতা হৃদি।

 

ধারাবাহিক

সং-সার

এনটিভিতে রাত ৯টা ৪৫ মিনিটে প্রচারিত হবে ধারাবাহিক নাটক ‘সং-সার’। রচনা ও পরিচালনায় গোলাম সোহরাব দোদুল। অভিনয়ে আবুল হায়াত, দিলারা জামান, আফরান নিশো, অপর্ণা ঘোষ, শতাব্দী ওয়াদুদ, মৌসুমী হামিদ, আ খ ম হাসান, নাদিয়া, অ্যালেন শুভ্র, তানজিন তিশা, রুনা খান, সাঈদ বাবু, মুনিরা মিঠু প্রমুখ।

 

পাইরেটস

বিশ্ববাণিজ্যের শতকরা ৮ ভাগ মালামাল আনা-নেওয়ার জন্য ব্যবহার করা হয় সোমালিয়ার সমুদ্রসীমা। এখান দিয়ে প্রতিবছর যাতায়াত করে ১৮ হাজারের বেশি জাহাজ, যার মধ্যে ৩০০ জাহাজ পড়ে সোমালীয় জলদুস্যদের হাতে। এই জলদুস্যদের স্বরূপ খোঁজার চেষ্টা করা হয়েছে এ প্রামাণ্যচিত্রে। দেখা যাবে বিকেল সাড়ে ৩টায়, আলজাজিরায়।

 

দ্য ফ্রুটলেস ট্রি

এইচা মাকি নাইজারের অন্য দশজন নারীর মতোই। পার্থক্য শুধু মা হতে পারছেন না। নাইজারের সমাজে এটা অগ্রহণীয় এক বিষয়। মা হতে না পারার জন্য প্রতিনিয়ত তাঁকে মুখোমুখি হতে হয় অযাচিত সব বিষয়ের। এসব নিয়েই প্রামাণ্যচিত্রটি। দেখা যাবে বিকেল ৩টা ১৫ মিনিটে, ডয়চে ভেলেতে।মন্তব্য