kalerkantho


মিনারের ‘তা জানি না’

রংবেরং প্রতিবেদক   

৫ মার্চ, ২০১৭ ০০:০০মিনারের ‘তা জানি না’

‘ঝুম’-এর সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান গানচিল মিউজিকের ব্যানারে নতুন গান ‘তা জানি না’র ভিডিও প্রকাশ করেছেন মিনার রহমান। ৩ মার্চ রাতে প্রতিষ্ঠানটির নিজস্ব ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি আপলোড করা হয়। তবে অডিওর সাউন্ড মনঃপূত না হওয়ায় ভিডিওটি তুলে নেন গায়ক। এরপর গতকাল ভোরে আবার আপলোড করেন। কণ্ঠ দেওয়ার পাশাপাশি গানটির কথা ও সুর করেছেন মিনার নিজেই। সংগীতায়োজনে সাজিদ সরকার। ভিডিও নির্মাণে তানিম রহমান অংশু। এতে মিনার ছাড়াও মডেল হয়েছেন বনি ও হৃদি শেখ। মিনার বলেন, ‘ল্যান্ড ফোনের পাশে দিনের পর দিন অপেক্ষা, বৃষ্টিতে ভেজা, প্রেমের চিঠি লেখা, স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা—এমন অভিজ্ঞতা অনেকেরই আছে। আমিও এসব অনুভূতির মধ্য দিয়ে বড় হয়েছি। এ বিষয়গুলো নিয়েই আমার এবারের গান। কথাগুলো শুনলেই সবাই সেটা বুঝতে পারবেন। ভিডিওতে সেই দৃশ্যগুলো তুলে ধরা হয়েছে।’মন্তব্য