kalerkantho


লাভ ২০১৪ এখন লাভ ২০১৭

রংবেরং প্রতিবেদক   

৪ মার্চ, ২০১৭ ০০:০০সময়ের পালাবদল আর নায়ক-নায়িকার শিডিউল নিয়ে বেশ বিপদেই পড়েছিলেন পরিচালক জি সরকার। ২০১৪ সালে ‘লাভ ২০১৪’ ছবির ঘোষণা দেন। শুরু হয় শুটিংও। ছবির বেশির ভাগ কাজই শেষ হয়ে যায়। বাকি শুধু একটি গান আর কয়েকটি সিকোয়েন্স। কিন্তু নায়ক শাকিবের শিডিউল মেলাতে পারছিলেন না, পরবর্তী সময়ে নায়িকা অপু বিশ্বাসও উধাও! আটকে যায় ছবির শুটিং। সালের সঙ্গে সিনেমাটির নামের সম্পর্ক। তাই ২০১৫ সালে নাম বদলে রাখেন ‘লাভ ২০১৫’। কিন্তু এ বছরও দুজনকে একসঙ্গে পাননি পরিচালক। গত বছর এসে নাম রাখেন ‘লাভ ২০১৬’। সম্প্রতি অপুর খোঁজ পাওয়ায় আশার মুখ দেখছেন জি সরকার। শাকিবও চাইছেন ছবিটি শেষ হোক। দারুণ খুশি পরিচালক। শুটিং শেষে ছবিটি ‘লাভ ২০১৭’ নামেই মুক্তি পাবে।মন্তব্য