kalerkantho

টিভি হাইলাইটস

২ মার্চ, ২০১৭ ০০:০০টিভি হাইলাইটস

পোস্ট গ্র্যাজুয়েট

পোস্ট গ্র্যাজুয়েট

 

এনটিভিতে রাত ৮টা ১৫ মিনিটে রয়েছে নতুন ধারাবাহিক ‘পোস্ট গ্র্যাজুয়েট’। আসাদ জামান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের রচনায় সপ্তাহের বৃহস্পতি ও শুক্রবার এটি প্রচারিত হবে। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ফারহানা মিলি, ড. এজাজ, আজমেরি আশা, শাহনাজ খুশি প্রমুখ।

 

নোয়াশাল

আরটিভিতে রাত ৯টা ২৫ মিনিটে রয়েছে ধারাবাহিক নাটক নোয়াশাল। আকাশ রঞ্জনের রচনায় এটি পরিচালনা করেছেন মীর সাব্বির। অভিনয়ে এ টি এম শামসুজ্জামান, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ, মীর সাব্বির, চুমকি, রওনক হাসান প্রমুখ।

 

ডেভিড রোকো’স ডোলচে ইন্ডিয়া

তারকা শেফ ডেভিড রোকোর দেশ কানাডা হলেও পারিবারিক ঐতিহ্য ইতালীয়। আর তাই তো তাঁর তৈরি করা খাবারদাবারে কিভাবে যেন ইতালীয় স্বাদটা চলেই আসে। হোক সেটা চায়নিজ কিংবা মেক্সিকান। রোকো এবার এসেছেন ভারতে। তাহলে কি এখানকার ঐতিহ্যবাহী খাবারেও নিয়ে আসবেন ইতালীয় স্বাদ? প্রামাণ্যচিত্রটি দেখা যাবে ফক্স লাইফে, রাত ৯টায়।

 

ডু অর ডাই

বিপদ তো আর বলে-কয়ে আসে না। তাই জীবনের এই মূর্হূতগুলোতে সঠিক সিদ্ধান্ত নিতে হয়। বাস্তবে ঘটে যাওয়া দুঘর্টনাগুলো বিশ্লেষণ করে দেখানো হয় কিভাবে সঠিক সিদ্ধান্ত নিয়ে বেঁচে থাকা যায়।  দেখা যাবে ন্যাশনাল জিওগ্রাফিক চ্যানেলে, রাত সাড়ে ৮টায়।মন্তব্য