kalerkantho


মৌসুমী শাবনূরকে নিয়ে সানী

রংবেরং প্রতিবেদক   

২ মার্চ, ২০১৭ ০০:০০মৌসুমী

শাবনূরকে

নিয়ে সানী

মৌসুমীকে আপু বলে ডাকেন শাবনূর। দেশের বাইরে গেলে একে অন্যের জন্য গিফট আনেন। এবারও ব্যতিক্রম হয়নি। অস্ট্রেলিয়া থেকে ফিরেই মৌসুমীর বাসায় হাজির শাবনূর। আড্ডা শেষে রাতের ডিনারও করেছেন। দুজনের এমন সম্পর্কটা উপভোগ করেন মৌসুমীর স্বামী ওমর সানী। তাঁদের নিয়ে একটি প্ল্যানও করেছেন তিনি। সানী বলেন, ‘খুব শিগগির ছবি শুরু করতে যাচ্ছি। যার প্রধান দুটি চরিত্রে থাকবেন মৌসুমী ও শাবনূর। তাঁদের সঙ্গে কথা চূড়ান্ত হয়েছে। এখন চলছে গল্প নির্বাচন। মৌলিক এই গল্পে দুজনের ভালোবাসাকে তুলে ধরা হবে। আমিও একটি চরিত্রে অভিনয় করব।’মন্তব্য