kalerkantho


অস্কারে ওম বন্দনা এবং...

রংবেরং প্রতিবেদক   

১ মার্চ, ২০১৭ ০০:০০এবারের অস্কার মঞ্চের বিশাল পর্দায় দেখানো হলো তাঁকে। প্রশংসা করা হলো হলিউডের সঙ্গে দীর্ঘ সম্পর্কের। আর তাতেই আবেগপ্রবণ হয়ে পড়ছে সদ্যঃপ্রয়াত অভিনেতা ওম পুরীর পরিবার। ছিল গর্ববোধও। এক বিবৃতিতে ওমের স্ত্রী নন্দিতা ও ছেলে ঈশান পুরী বলেছেন সে কথাই, ‘টানা ২৫ বছর ধরে হলিউড তথা ব্রিটিশ সিনেমায় কাজ করা একমাত্র ভারতীয় অভিনেতা ছিলেন ওম পুরী। ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চ তাঁর অবদানকে স্বীকৃতি দিয়েছে। প্রথম এবং একমাত্র ভারতীয় অভিনেতা হিসেবে এই স্বীকৃতি পেলেন ওম।’ তবে এই বিবৃতিতে যে প্রশ্নটা করতে পারত ওমের পরিবার, তাদের হয়ে প্রশ্নটা করেছেন আরেক বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। টুইটে লিখেছেন, ‘একাডেমি অস্কার অনুষ্ঠানে ওম পুরীকে শ্রদ্ধা জানিয়েছে। অথচ বলিউডের এত এত পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়, কই, কেউ তো তাঁর সম্মানে একটি শব্দও বলে না!’মন্তব্য