kalerkantho


ইতিহাস গড়লেন মাহেরশালা আলী

২৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ইতিহাস গড়লেন মাহেরশালা আলী

মাহেরশালা আলী

‘সেরা সহ-অভিনেতা’ হবেন—এমনটা ঘুণাক্ষরেও ভাবেননি। আর ভাববেনই বা কেন, এই বিভাগে তাঁর প্রতিদ্বন্দ্বী  ছিলেন জেফ ব্রিজেস, মাইকেল শ্যানন, দেব প্যাটেল, লুকাস হেজেসের মতো তারকা অভিনেতারা। শেষ পর্যন্ত নিজেকেই ভুল প্রমাণ করলেন মাহেরশালা আলী। তারকা অভিনেতাদের হটিয়ে অস্কারটা নিজের হাতেই নিলেন। আর এতেই রচিত হলো আরেক ইতিহাস—প্রথম কোনো মুসলমান অভিনেতা হিসেবে জিতে নিলেন অস্কার। ব্যারি জেনকিন্স পরিচালিত ‘মুনলাইট’ ছবিতে একজন ড্রাগ ডিলারের চরিত্রে অভিনয় করেছেন আলী। শুধু অস্কারই নয়, এই চরিত্রের জন্য তিনি এ বছরই পেয়েছেন ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডস’ এবং ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস’। এ ছাড়া মনোনীত হয়েছিলেন এবারের ‘গোল্ডেন গ্লোব’-এর জন্যও। প্রথমবারের মতো অস্কার নিতে গিয়ে খানিকটা আবেগাপ্লুত হয়ে পড়েন। আর্দ্র কণ্ঠে ধন্যবাদ জানান নিজের শিক্ষকদের। যুক্তরাষ্ট্রের এই অভিনেতা প্রথম জীবনে ছিলেন খ্রিস্টান। তরুণ বয়সে এক মসজিদে ঘুরতে গিয়ে মা ও স্ত্রীসহ ধর্মান্তরিত হয়ে মুসলমান হন। মন্তব্য