kalerkantho

ছুটি উপহার

রংবেরং ডেস্ক   

২৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ছুটি উপহার

ছবি হিট হলে অভিনেতা-অভিনেত্রীদের নিয়ে হৈচৈ পড়ে যায়। আলোচনা হয় পরিচালককে নিয়েও। কিন্তু আড়ালেই থেকে যায় অনেকে, যেমন—স্পট বয়। শুটিং সেটে সারা দিন টানা পরিশ্রম করলেও কখনোই সামনে আসতে পারে না স্পট বয়রা। তবে তাদের কথা ভোলেননি তাপসী পান্নু। ক্যারিযারের সবচেয়ে সফল সময়ে এসেও ভুলে যাননি নিজের সার্বক্ষণিক সঙ্গীকে। একজন স্পট বয়কে ছুটি কাটাতে সিঙ্গাপুর পাঠাবেন তিনি। সেখানে যাতায়াত, থাকা-খাওয়ার খরচ বহন করবেন ‘পিংক’ অভিনেত্রী নিজেই। ‘সে আমার সঙ্গে ছয় বছর ধরে কাজ করছে। বলা যায়, পরিবারের অংশ হয়ে গেছে। আমি দেখেছি, শুটিং চলার সময় ওদের অমানুষিক পরিশ্রম হয়। কিন্তু সেভাবে বিশ্রাম নেওয়া হয় না। তাই মনে হলো ওর ছুটির ব্যবস্থা করতে পারলে মন্দ হয় না,’ বলেন তাপসী। গাড়ি-বাড়ির চেয়েও ‘ছুটি’ উপহারই বেশি প্রয়োজনীয় মনে করেন অভিনেত্রী, ‘বিশ্রাম আপনাকে চাঙ্গা রাখবে, আরো অনেক কাজে নিজেকে নিংড়ে দিতে উৎসাহিত করবে। কেউ যখন ছুটি থেকে ফিরে আসে তখন তাঁর শরীর, মন দুটিতেই ইতিবাচক পরিবর্তন দেখা যায়।’মন্তব্য