kalerkantho


“ওর মতো ‘নন-মাচো’

২৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ “ওর মতো ‘নন-মাচো’

নিজের বায়োপিকে রণবির কাপুরকে নেওয়ার খবরে অসন্তুষ্ট হয়েছিলেন সঞ্জয় দত্ত, “ওর মতো ‘নন-মাচো’ ছেলে কিভাবে পর্দায় সঞ্জয় দত্ত হবে!” পাঠক, পাশের ছবি দুটি ভালো করে দেখুন। রণবিরকে নিয়ে রাজকুমার হিরানি যে ভুল করেননি তার প্রমাণ আছে এই ছবি দুটিতে। সাদা টি-শার্ট আর ক্যাপ পরা রণবিরের ছবিটি কিন্তু সিনেমার শুটিংয়ে তোলা নয়। পরিচালক বন্ধু অনুরাগ বসুর সঙ্গে বেড়াতে গিয়ে এভাবেই হাঁটছিলেন। অ্যাকশন দৃশ্যে সঞ্জয় দত্তও ঠিক যেভাবে হাঁটেন আর কি! অন্য ছবিটি শুটিংয়ের। নব্বইয়ের রোমান্টিক সঞ্জয়ের লুকে রণবির। দুটি ছবিই এখন টুইটারে ভাইরাল। এবার নিশ্চয়ই রণবিরের ব্যাপারে সঞ্জয় দত্তের মন গলবে।মন্তব্য