kalerkantho


অনলাইনে সাবেরী আলম বিতর্ক

রংবেরং প্রতিবেদক   

২৫ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০অনলাইনে সাবেরী আলম বিতর্ক

বিতর্কের সূত্রপাত সময় টেলিভিশনের এক সাক্ষাৎকার ধরে। এবারের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগের দিন শহীদ মিনারে অভিনেত্রী সাবেরী আলমের একটি সাক্ষাৎকার নিয়েছিল চ্যানেলটি। সাক্ষাৎকারটি এখন অনলাইনে ভাইরাল। ভিডিওতে দেখা যায়, অভিনেত্রীকে সাংবাদিক প্রশ্ন করেছেন, আমরা অনেকেই শহীদ মিনারের মূল বেদিতে জুতা পায়ে উঠে যাচ্ছি, এটাকে তিনি কিভাবে দেখেন। উত্তরে সাবেরী বলেন, ‘শ্রদ্ধার জায়গাটা কোথায় রইল আমাদের...। এগুলো তো পারিবারিক শিক্ষা, বড় হয়ে এগুলো শেখার কথা না।’ এর পরই ভিডিও ফুটেজে দেখানো হয়, একটু আগেই মূল বেদিতে জুতা পায়ে উঠেছিলেন সাবেরী আলম। সে কথা অভিনেত্রীকে জানাতেই বললেন, ‘এই বেদিতে স্যান্ডেল পরে উঠলে কিছু হবে না। ভাষাটাকে যদি শ্রদ্ধা করি তাহলে এসব গৌণ।’

সাবেরী আলমের ‘দ্বিমুখী’ বক্তব্যের ভিডিওটি নিয়ে অনলাইনে রীতিমতো তোলপাড়। এই ইস্যুতে তাঁর পাশে দাঁড়িয়েছেন অভিনয়শিল্পীদের অনেকেই। তিনি নিজেই লিখিত দীর্ঘ বক্তব্য দিয়েছেন ফেসবুকে। কারো মর্যাদাহানি করাতে কোনো বীরত্ব নেই উল্লেখ করে তিনি লিখেন, ‘আমি খুবই হতাশ এবং মর্মাহত...রিপোর্টার খুব ভালো করে জানেন কেন উনি আমাকে নেতিবাচক অর্থে উপস্থাপন করেছেন। আগে ও পরের অনেক কথা বাদ দিয়ে এমনভাবে রিপোর্ট করা হলো যাতে আমাকে বেশ নিম্নরুচিসম্পন্ন, নীতিবর্জিত মানুষ মনে হচ্ছে। উনি সফল, কিন্তু ব্যর্থ এই অর্থে আমি একজন ভাষাসৈনিকের কন্যা...।’ তাঁর এই বক্তব্য ফেসবুকে শেয়ার করেছেন রওনক হাসান, আশনা হাবিব ভাবনাসহ কয়েকজন। অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ, রিচি সোলায়মান, কুসুম শিকদার, শামীমা তুষ্টি, বাঁধনসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী পাশে দাঁড়িয়েছেন সাবেরী আলমের। তবে এক ভিডিও বার্তায় সাবেরীকে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়ে অভিনেত্রী ইলোরা গহর বলেন, ‘...আপনি যে ভুলটা করেছেন সেটা অজান্তে করেছেন। আমরা আপনার পাশে আছি। এই ভুল যেন আর কেউ না করে, অজান্তে বলা ভুলের জন্য স্যরি হতে অসুবিধা নেই। আমার মনে হয়, ভুল স্বীকার করলে আপনাকে সবাই বাহবা দেবে, অসম্মান কেউ করবে না। আপনি একজন গুণী শিল্পী...।’মন্তব্য