kalerkantho


বদলাতে পারে তৈমুরের নাম

রংবেরং ডেস্ক   

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০
বদলাতে পারে তৈমুরের নাম

২০ ডিসেম্বর সন্তানের জন্ম। বলিউড তারকা থেকে ভক্ত সবাই জানাচ্ছিলেন অভিনন্দন। কিন্তু নাম জানতেই বদলে গেল সুর। অভিনন্দনের জায়গা নিল সমালোচনা। কারণ কুখ্যাত শাসক তৈমুর লংয়ের নামে ছেলের নাম রেখেছেন সাইফ আলী খান ও কারিনা কাপুর। ‘তৈমুর মানে লোহা, কোনো শাসকের সঙ্গে এর সম্পর্ক নেই’—পরিবারের পক্ষ থেকে এমন বার্তা দেওয়া হলেও সমালোচনা থামেনি। সাইফ বা কারিনা যেখানেই যান, সেখানেই সন্তানের নাম নিয়ে শুনতে হয় প্রশ্ন। সমালোচনার কারণেই কিনা ছেলের নাম নিয়ে সুর নরম করলেন সাইফ। ইঙ্গিত দিলেন পরিবর্তনের, ‘এটা হতে পারে ওর প্রথম বা দ্ব্বিতীয় জন্মদিনে...একটা নতুন নাম দেওয়া যেতে পারে। কারণ যেভাবে সবাই নামের পেছনে লেগেছে, ও যখন স্কুলে যাবে তখনো এটা সমস্যা করতে পারে। সে সময়ও নাম বদলানো যায়। আমি আসলে নিশ্চিত নই।’ সাইফ আরো জানান, তিনি আগেই সন্তানের নামবদলের কথা ভেবেছিলেন। পারেননি কারিনার আপত্তির কারণে।মন্তব্য