kalerkantho

ভাঙল ঘর

রংবেরং প্রতিবেদক   

২০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভাঙল ঘর

মাসখানেক ধরে মিডিয়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল, হাবিব ওয়াহিদ ও তাঁর দ্বিতীয় স্ত্রী রেহানের মধ্যে বিচ্ছেদ হয়েছে। অবশেষে সেই গুঞ্জনই সত্য হলো। ১৯ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ‘ডিভোর্স লেটার’-এ স্বাক্ষর করেন হাবিব ও রেহান। ঘটনার ঠিক এক মাস পর গতকাল বিষয়টি খোলাসা করে নিজের ফেসবুক পেজে পোস্ট দেন হাবিব, ‘গত ১৯ জানুয়ারি দুর্ভাগ্যক্রমে আমার ও রেহানের মধ্যে সমঝোতামূলক বিবাহবিচ্ছেদ হয়। মানুষের পারস্পরিক সম্পর্কে টানাপড়েনের ঘটনা নতুন কিছু নয়। আমাদের ক্ষেত্রেও তা-ই হয়েছে। গত পাঁচ বছরে আমরা একে অপরকে জানার সময় পাই এবং ক্রমে বুঝতে পারি যে আমাদের লাইফস্টাইল ভিন্ন। একপর্যায়ে দুজনই উপলব্ধি করি যে আলাদা হয়ে যাওয়াটাই উভয়ের শান্তিপূর্ণ জীবনযাপনের জন্য উত্তম সমাধান। আমাদের একটি পুত্রসন্তান আছে, যার নাম আলীম ওয়াহিদ। তার উজ্জ্বল ভবিষ্যৎ এবং সুন্দর মানসিক বিকাশের কথা গুরুত্বসহকারে বিবেচনা করব আমি। সব সময় চাইব আমার ও রেহানের মধ্যে একটি পারস্পরিক সম্মানজনক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকুক। সবাইকে বিনীত অনুরোধ করব বিষয়টি স্বাভাবিকভাবে গ্রহণ করার জন্য। আরো অনুরোধ করব এই ঘটনাকে কেন্দ্র করে কোনো অতিরঞ্জিত ও মুখরোচক সংবাদ প্রচার করা থেকে বিরত থাকার জন্য।’মন্তব্য