kalerkantho


ভক্তের কাছে ঘরের খাবার

রংবেরং ডেস্ক   

১৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভক্তের কাছে ঘরের খাবার

সারা বছরই শুটিংয়ের ব্যস্ততা। দুনিয়ার নানা প্রান্তে ঘুরে বেড়াতে হয়। শুটিং না থাকলেও অবসর মেলে না, থাকে নানা অনুষ্ঠানে যাওয়ার অনুরোধ। এত দিন তবু কেবল বলিউডের কাজই ছিল, দীপিকা পাড়ুকোন এখন যুক্ত হয়েছেন আন্তর্জাতিক নানা প্রজেক্টেও। তাই বেশির ভাগ সময়ই পছন্দের খাবার মেলে না। কিন্তু অভিনেত্রীর খাওয়া নিয়ে কষ্ট কিছু লাঘব করেছেন প্রবাসী অপর্ণা আইয়ার। কলেজ ছাত্রী অপর্ণার বাড়ি দীপিকার নিজের শহর বেঙ্গালুরুতে। গেল কয়েক বছরে বেশ কয়েকবার দীপিকার সঙ্গে দেখা করেছেন অপর্ণা। আর প্রতিবার সঙ্গে নিয়ে গেছেন বেঙ্গালুরুর স্থানীয় খাবার। ভক্তের কাছে ‘ঘরের খাবার’ পেয়ে ভীষণই আপ্লুত হয়েছেন অভিনেত্রী। বিশেষত ‘রসম’ পেয়ে। দক্ষিণ ভারতের জনপ্রিয় এই স্যুপ প্রতিবারই দীপিকার জন্য নিয়ে গিয়েছেন অপর্ণা, যা পেয়ে তাঁর খুশি দেখে কে! ফল, ব্যস্ত রুটিনের মধ্যেও অপর্ণার সঙ্গে নিয়মিত দেখা করেছেন ‘বাজিরাও মাস্তানি’ অভিনেত্রী।মন্তব্য