kalerkantho


প্রতি রাতে পাঁচ কোটি!

রংবেরং ডেস্ক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০কনসার্টের জন্য যখন ট্যুরে থাকেন তখন অ্যাডেলের প্রতি রাতের পারিশ্রমিক পাঁচ লাখ পাউন্ড [পাঁচ কোটি এক লাখ টাকা]! গায়িকার নিজের সংস্থার সূত্রেই পাওয়া গেছে এ তথ্য। তাও এটি পূর্ণাঙ্গ চিত্র নয়, শুধু ২০১৫ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের এপ্রিলের তথ্য! ২০১৫ সালে অ্যালবাম ‘২৫’ প্রকাশিত হওয়ার পর অনেকবারই ট্যুরে বেরিয়েছেন গায়িকা। সেসব থেকে মোট কত আয়, সেটা অবশ্য জানা যায়নি। তবে ২০১৬ সালে ‘ফোর্বস’-এর করা জরিপে নবম ছিলেন তিনি। যেখানে ২০১৫ সালের জুন থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত তাঁর আয় ছিল প্রায় ৬৪৬ কোটি টাকা!মন্তব্য