kalerkantho


ভাষার গানে মডেল হায়াত

রংবেরং প্রতিবেদক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ভাষার গানে মডেল হায়াত

প্রায় পাঁচ দশকের অভিনয় ক্যারিয়ারে কখনোই মিউজিক ভিডিওতে অভিনয় করেননি। প্রথমবারের মতো মিউজিক ভিডিওর মডেল হলেন আবুল হায়াত। একুশে ফেব্রুয়ারি সামনে রেখে ‘বায়ান্ন’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সুরকার নাজির মাহমুদ। গানটির ভিডিওতে দেখা যাবে এই অভিনেতাকে। গানটির মুখ—‘ওরা ইংরেজিতে বললে কথা নিজেকে ভাবে ধন্য, আমি হাসব না কাঁদব...ওরে ও বায়ান্ন...’। লিখেছেন লালন লোহানি, সংগীতায়োজনে মুশফিক লিটু। বাংলা ভাষা ও ভাষাশহীদদের সম্মানে নির্মিত এ গানের ভিডিওতে উঠে এসেছে বর্তমান বাংলাদেশ এবং বায়ান্নর বীরত্বের কথা। এতে আবুল হায়াতের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন রিফা। নির্মাণে ইয়ামিন এলান। এ সপ্তাহেই প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির নিজস্ব ইউটিউব চ্যানেলে আপলোড করা হবে ভিডিওটি। প্রচারিত হবে বিভিন্ন টিভি চ্যানেলেও।

আবুল হায়াত বলেন, ‘কয়েক বছর ধরে লক্ষ্য করছি, দৃষ্টিনন্দন কিছু মিউজিক ভিডিও হচ্ছে। গানের পাশাপাশি গল্পটাও মানুষ ভিডিওর মাধ্যমে দেখতে চায়। এত দিন এটাকে তরুণ প্রজন্মের বিষয় বলেই ভেবেছি। এবার সেই ধারণা থেকে বেরিয়ে এসে ভিডিওটিতে অংশ নিয়েছি। ভালোই লেগেছে।’মন্তব্য