kalerkantho


লুকোছাপার দিন শেষ

রংবেরং ডেস্ক   

১৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০লুকোছাপার দিন শেষ

২০১৩ সালে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে প্রথম দেখা। এরপর ভারতের হয়ে যেখানেই খেলতে গিয়েছেন বিরাট কোহলি সেখানেই হাজির হয়েছেন আনুশকা শর্মা। একইভাবে আনুশকার শুটিং সেটেও ছুটে গিয়েছেন বিরাট। দুজনই নিজেদের ‘ভালো বন্ধু’ বলে আসছিলেন। প্রথম দিকে লুকোছাপা করতেন, গত বছর থেকে প্রকাশ্যেই একসঙ্গে হাজির হতে থাকেন তাঁরা। যুবরাজ সিংয়ের বিয়ে থেকে মনীশ মালহোত্রার পার্টিতেও দেখা যায় বিরাট-আনুশকাকে। তাই স্রেফ ‘ভালো বন্ধু’ পরিচয়টা যে ক্রমেই হাস্যকর হয়ে উঠছে বুঝতে পারছিলেন দুজন। অবশেষে এলো স্বীকারোক্তি। লগ্নও মোক্ষম, ভালোবাসা দিবস। নিজের টুইটার ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রথমবারের মতো আনুশকা শর্মার সঙ্গে ছবি পোস্ট করেন ভারতীয় অধিনায়ক। ছবির সঙ্গে ক্যাপশনও, ‘আমরা চাইলে সব দিনকেই ভ্যালেনটাইনস ডে বানাতে পারি। যেমন আমার জীবনের সব দিনকেই তুমি ভ্যালেনটাইনস ডে বানিয়ে রেখেছ।’ ব্যস, ঝড়ের গতিতে আসতে থাকে প্রতিক্রিয়া, অভিনন্দন। এত দিন সম্পর্ক প্রকাশ না করে যতটা বিপদে ছিলেন প্রকাশ করার পরও বিপদ কিছু কম নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে নানা বিরূপ মন্তব্যও লেখা হয়। সে জন্যই কি না খানিক বাদেই পোস্টটি মুছে দেন কোহলি। যদিও ইনস্টাগ্রামের পোস্টটি এখনো বিদ্যমান।মন্তব্য