kalerkantho

টিভি হাইলাইটস

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০টিভি হাইলাইটস

ফুল মহল

মিউজিক স্টেশন- বেলাল-ঝিলিক-পূজা

আরটিভিতে রাত ১১টায় রয়েছে সরাসরি সংগীতানুষ্ঠান ‘মিউজিক স্টেশন’। এ পর্বের অতিথি বেলাল খান, ঝিলিক ও পূজা। অনুষ্ঠানে নিজেদের জনপ্রিয় গানগুলোর পাশাপাশি শ্রোতাদের অনুরোধের গানগুলো গেয়ে শোনাবেন তাঁরা। গানের ফাঁকে ফাঁকে শেয়ার করবেন সংগীতজীবনের নানা বিষয়। উপস্থাপনায় লিজা।

 

আজ থেকে ফুল মহল

বাংলাভিশনে আজ থেকে প্রচার শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘ফুল মহল’। সপ্তাহের প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত ৮টা ১৫ মিনিটে দেখা যাবে নাটকটি। রচনায় আহমেদ শাহাবুদ্দীন, পরিচালক সকাল আহমেদ। অভিনয়ে আবুল হায়াত, আনিসুর রহমান মিলন, জেনি, অর্ষা, বন্যা মির্জা, শম্পা রেজা, কে এস ফিরোজ, লুত্ফর রহমান জর্জ, মুনিরা মিঠু প্রমুখ।

 

ডেক্সটার

ডেক্সটার মরগান ফরেনসিক বিশেষজ্ঞ। কাজ করে মায়ামি পুলিশ বিভাগে। কাজের জন্য  তাকে যেতে হয় অপরাধস্থলে। এসব তার দিনের কাজ। আর রাতে এই ডেক্সটারই হয়ে ওঠে সিরিয়াল কিলার। তবে সে নিরপরাধ মানুষের বদলে হত্যা করে অন্য সিরিয়াল কিলারদের। দেখা যাবে এএক্সএনে রাত সাড়ে ১০টায়।

 

এক্সট্রিম কালেক্টরস

সব মানুষেরই অল্প বিস্তর শখ থাকে। তবে কখনো কখনো সেই শখ মাত্রা ছাড়িয়ে যায়। এই মাত্রা ছাড়ানো সংগ্রাহকদের খুঁজে বের করেন অ্যান্ড্রু জিগারস। এ জন্য তিনি চষে বেড়ান যুক্তরাষ্ট্র। সংগ্রাহকদের বাড়ি গিয়ে দেখেন সেসব সংগ্রহ আর জানার চেষ্টা করেন সেসবের ইতিহাস। শেষে অঙ্ক কষে বের করেন তাদের সংগ্রহের বাজারমূল্য। প্রামাণ্যচিত্রটি দেখা যাবে হিস্ট্রি টিভিতে, রাত সাড়ে ৯টায়।মন্তব্য