kalerkantho


ডিজে মেহেদীর সংগীতে ডি রকস্টার শুভ

রংবেরং প্রতিবেদক   

১৬ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০ডিজে মেহেদীর সংগীতে ডি রকস্টার শুভ

ডি রকস্টার শুভ এখন অস্ট্রেলিয়ায় থাকেন। সম্প্রতি এসেছে তাঁর নতুন মিউজিক ভিডিও ‘হাড়কালা’। গানটির ভিডিওর শুটিংও হয়েছে অস্ট্রেলিয়ায়। সংগীত পরিচালনায় ডিজে মেহেদী। সুরকার মীর মাসুম। কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। এবারই প্রথম একসঙ্গে কাজ করলেন ডিজে মেহেদী ও শুভ। ডিজে মেহেদী বলেন, ‘২০০৯ সাল থেকে দেশ-বিদেশের বিভিন্ন শোতে ডিজে প্লে করছি। আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ, বিপিএলসহ কয়েকটি বড় আয়োজনেও বাজিয়েছি। এবার সংগীত পরিচালনায় নাম লেখালাম। এটিই আমার প্রথম গান। মিউজিক ইলেকট্রনিক ঘরানার। ভিডিওটি প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেল ডিজেমেহেদীবিডি.কম-এ।’ শুভ বলেন, ‘ডিজে মেহেদীর করা এ গান আমার খুব মনে ধরেছে। সংগীতায়োজনে নতুনত্ব আছে।’

ভিডিওটি পরিচালনা করেছেন আরেক ডিজে রাহাত। এতে মডেল হিসেবেও দেখা যাবে গায়ক শুভ ও ডিজে মেহেদীকে।মন্তব্য