kalerkantho

টিভি হাইলাইটস

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০টিভি হাইলাইটস

সানফ্লাওয়ার

সানফ্লাওয়ার

এনটিভিতে আজ রয়েছে ধারাবাহিক নাটক ‘সানফ্লাওয়ার’। প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৮টা ১৫ মিনিটে প্রচারিত হয় এটি। রচনা মেজবাউর রহমান সুমন, পরিচালনায় নজরুল ইসলাম রাজু। অভিনয়ে তারিন জাহান, অপূর্ব, উর্মিলা শ্রাবন্তী কর, রাইসুল ইসলাম আসাদ, শহীদুজ্জামান সেলিম, ইফফাত তৃষা, ডলি জহুর, শিল্পী সরকার অপু, খালেকুজ্জামান, জয়রাজ, আনিস, এনামুল হক বাচ্চু প্রমুখ।

 

আমি এখন কী করব?

বাংলাভিশনে রাত ১১টা ২৫ মিনিটে রয়েছে সরাসরি অনুষ্ঠান ‘আমি এখন কী করব?’ ব্যক্তিগত বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয় এই অনুষ্ঠানে। ফোনে ও ই-মেইলে সমস্যার কথা জানান দর্শক। মনোরোগ বিশেষজ্ঞ ড. মেহতাব খানম সেসব সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করেন। সঞ্চালনায় সারা যাকের।

 

জাস্টিফায়েড

দুষ্টের দমন আর শিষ্টের পালনই যুক্তরাষ্ট্রের মার্শাল রেলান গিভেনসের শেষকথা। কর্মসূত্রে সে হাজির হয় নিজের জন্মস্থান কেন্টাকি অঙ্গরাজ্যে। মুখোমুখি হয় এমন এক অপরাধীর, যে তার একসময়কার বন্ধুও। এখন কী করবে রেলান? টিভি সিরিজটি সন্ধ্যা সাড়ে ৬টায় দেখা যাবে এএক্সএন চ্যানেলে।

 

দ্য বয় হু স্টার্টেড দ্য সিরিয়ান ওয়ার

২০১১ সালের ৬ মার্চ, পনেরো কিশোর দারারে শহরের দেয়ালে দেয়ালে লিখে বেড়ায় ‘জনগণ চায় সরকারের পতন’। এভাবেই সিরিয়ায় শুরু হয় গৃহযুদ্ধ। সেই ছেলেদের জীবিত একজনকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্রটি দেখা যাবে আজ সন্ধ্যা ৬টায়, আলজাজিরায়।মন্তব্য