kalerkantho


জগ্গা জাসুসে ২৯ গান

রংবেরং ডেস্ক   

১০ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০জগ্গা জাসুসে ২৯ গান

দীর্ঘ সময় ধরে শুটিং চলা, প্রধান পাত্রপাত্রী রণবির কাপুর ও ক্যাটরিনা কাইফের ব্যক্তিগত ঝামেলাসহ নানা কারণেই আলোচিত ‘জগ্গা জাসুস’। এবার অনুরাগ বসুর ছবিটি নিয়ে আলোচনার আরো এক উপলক্ষ পাওয়া গেল—ছবিতে সব মিলিয়ে ২৯টি গান! পরিচালকের আগের ছবি ‘বরফি’র গানও প্রশংসিত হয়েছিল। সেই ছবির মতো এবারেরটির সংগীত পরিচালনায়ও আছেন প্রীতম চক্রবর্তী। ‘পুরো ছবিতে ২৯টি গান থাকছে। এটা আমার জন্য বড় চ্যালেঞ্জ ছিল। অনুরাগ আর আমি অনেক দিনের জুটি। দুজনের বোঝাপড়াটা ভালো হওয়ায় কাজ করতে সমস্যা হয়নি।’

সাম্প্রতিক সময়ে সাফল্য পাওয়া হলিউডের সংগীতনির্ভর ছবি ‘লা লা ল্যান্ড’-এর তুলনা টেনে প্রীতম বলেন, ‘ছবির প্রয়োজনেই এখানে গানের ব্যবহার হয়েছে। অনেক সময় নিয়ে কাজটা হয়েছে। ছবি দেখতে গিয়ে সবাই উপভোগ করবেন।’মন্তব্য