kalerkantho

সালমান চাচা

রংবেরং ডেস্ক   

৮ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০সালমান চাচা

১৯৯৭ সালে যখন ‘জুদা’ মুক্তি পায়, বরুণ ধাওয়ানের বয়স তখন সবে ৯। ছবিটা দেখা হয়নি। প্রথমটির মুক্তির ২০ বছর পর শুরু হচ্ছে ‘জুদা ২’-এর শুটিং। সেখানে সালমান খানের চরিত্র করছেন বরুণ। নস্টালজিক বরুণ তাই ‘জুদা’র অভিজ্ঞতা জানতে ফোন করেন সালমানকে। মজা করতে সম্বোধন করেন ‘সালমান চাচা’ বলে, “কয়েক দিন আগে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছিলাম। মনে হলো একবার তাঁর [সালমান] সঙ্গে কথা বলে নিই। ফোন করেই তাঁকে ‘চাচা’ বলে ডাকলাম। এটা শুনে উনি মোটেও খুশি হননি। সিরিয়াস ভঙ্গিতে উত্তর দিলেন ‘সালমান ভাই’, ‘বল, নইলে থাপ্পড় দেব’ [হাসি]।” বরুণ তখন মনে করিয়ে দেন, তিনি ডেভিড ধাওয়ানের ছেলে, যাকে সালমান ‘ভাই’ ডাকেন। ‘সাল্লু ভাই’ তবু নাছোড়বান্দা, ‘তুমি ডেভিড ধাওয়ানের ছেলে তাতে আমার কিছু আসে যায় না। ভরা মজলিশে চাচা ডাক শুনতে চাই না।’মন্তব্য