kalerkantho


চেখভ স্টুডিওর বাংলাদেশ ভ্রমণ

রংবেরং প্রতিবেদক   

৭ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০চেখভ স্টুডিওর বাংলাদেশ ভ্রমণ

বাংলাদেশ সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আমন্ত্রণে গতকাল সন্ধ্যায় ঢাকায় পৌঁছেছে রাশিয়ার নাট্যদল চেখভ স্টুডিও। আজ, কাল ও ১০ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার কর্মশালা কক্ষে বাংলাদেশের গ্রুপ থিয়েটার কর্মী ও বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের থিয়েটার বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ডিজাইন ও নাট্য-নির্দেশনা বিষয়ক কর্মশালা করবে তারা।

৯ ফেব্রুয়ারি শিল্পকলা একাডেমির মুক্ত আঙিনায় চেখভ স্টুডিওর সম্মানে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।

এ ছাড়া থাকবেন ঢাকার রুশ দূতাবাসের রাষ্ট্রদূত আলেকজান্ডার আইভানোভিচ ইগনাতভ ও মস্কোর রুশ নাট্য বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ভ্লাদিমির বাইচার। স্বাগত বক্তব্য দেবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। সভাপতিত্ব করবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব ইব্রাহীম হোসেন খান।মন্তব্য