kalerkantho


যমজ সন্তানের মা

রংবেরং ডেস্ক   

৩ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০যমজ

সন্তানের মা

এই বুধবার পর্যন্তও ইনস্টাগ্রামে সর্বোচ্চ লাইক পাওয়ার রেকর্ডটা (৬৭ লাখ) ছিল সেলেনা গোমেজের। তাঁকে পেছনে ফেলে সেই রেকর্ডের নতুন মালিক হলেন পপশিল্পী বিয়ন্সে নোলস। তাঁর করা পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই ৬৭ লাখ লাইক আর তিন লাখ ৪৮ হাজার কমেন্ট পায়। পিছিয়ে ছিলেন না আরেক সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও। সেখানে তাঁর পোস্টটি নিয়ে প্রথম ঘণ্টায়ই টুইট করা হয়েছে পাঁচ লাখ। মোদ্দাকথা, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে খবরটি প্রকাশের প্রথম কয়েক ঘণ্টা মজে ছিল নেটিজেনরা। কী ছিল বিয়ন্সের সেই ইনস্টাগ্রাম পোস্টটি? চমকে যাওয়ার মতোই খবর দিয়েছিলেন ‘লেমনেড’ শিল্পী। আবারও মা হতে চলেছেন তিনি, তা-ও আবার যমজ সন্তানের। পোস্টে বলেছেন, ‘ভালোবাসা আর খুশির মুহূর্ত শেয়ার করছি। আমাদের যমজ সন্তান আসতে চলেছে।’ পোস্টের সঙ্গে ছিল বিয়ন্সের বর্তমান ছবি। তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে, মা হতে চলেছেন এই শিল্পী। বিয়ন্সে ও তাঁর স্বামী র‍্যাপার জে-জের ঘরে ব্লু নামে পাঁচ বছরের এক মেয়ে রয়েছে। ঠিক কবে নাগাদ তাঁদের সন্তানরা পৃথিবীর আলো দেখবে, সে ব্যাপারে বিস্তারিত কিছু জানাননি বিয়ন্সে।মন্তব্য