দীর্ঘদিন পর আবার ধারাবাহিক নাটক প্রযোজনা করছেন জাহিদ হাসান। তাঁর প্রযোজিত শেষ ধারাবাহিক ছিল ‘লাল নীল বেগুনী’। নাটকটি সে সময় দারুণ জনপ্রিয়তা পায়। এবার মামুনুর রশীদের লেখা ‘ডন’ নামের নাটকটি প্রযোজনা করছেন তিনি। ‘লাল নীল বেগুনী’তে তাঁর সঙ্গে অভিনয় করেছিলেন পূর্ণিমা। তবে ‘ডন’-এ নিপুণকে নেওয়ার কথা ভাবছেন তিনি।
বলেন, ‘মাঝখানে অনেক দিন কেটে গেল। ভালো গল্পের অভাবে ধারাবাহিক বানাতে পারিনি। অবশেষে মামুন ভাইয়ের মাধ্যমে অপেক্ষার পালা শেষ হলো। গল্পটির ভিন্নতা আমাকে মুগ্ধ করেছে। প্লট অনুযায়ী বিদেশের লোকেশন প্রয়োজন। তাই ঠিক করেছি, পুরো নাটকের শুটিং নেপালে করব। হাতে থাকা অন্যান্য কাজ শেষ করেই এটি শুরু করতে চাই। একে তো নিজে প্রযোজক, তার ওপর পরিচালনাও করব। দায়িত্বটাও অনেক। আশা করছি, ভালোভাবেই সব শেষ হবে।’
মন্তব্য
আলোচিত সংবাদ
ব্যাখ্যা ছাড়া সর্বসাধারণের পক্ষে কোরআন বোঝা সম্ভব নয়
আমাদের জাহিদ গুগলের ম্যানেজার
বিশ্বের যেসব দেশ ভ্রমণে ভিসা লাগে না...
সিগারেট তৈরির একটি মূল উপাদান ইঁদুরের বিষ্ঠা!
সারাদিন বিছানায় শুয়ে অন্যের রক্ত যোগাড় করেই দিন কাটে মিমের
সীমান্তে সেনা, অস্ত্রের মহড়া মিয়ানমারের