kalerkantho

গোঁফ-বিপত্তি

রংবেরং ডেস্ক   

২ ফেব্রুয়ারি, ২০১৭ ০০:০০গোঁফ-বিপত্তি

মুক্তির অপেক্ষায় থাকা ‘রেঙ্গুন’-এ বেশ কয়েকটি ঘনিষ্ঠ দৃশ্য আছে। ছবির দুই নায়ক সাইফ আলী খান ও শহিদ কাপুরের সঙ্গে অন্তরঙ্গভাবে দেখা যাবে কঙ্গনা রানাওয়াতকে, যা করতে গিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন অভিনেত্রী। না, ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে তাঁর আপত্তি নেই। শুটিংয়ের আগেই চিত্রনাট্য পড়ে তাতে সম্মতিও দিয়েছিলেন। কিন্তু ঝামেলা বাধল শুটিংয়ে; বিশেষত চুমুর দৃশ্যগুলো শুট করতে গিয়ে। ছবিতে সাইফ আলী খান, শহিদ কাপুর—দুজনেরই গোঁফ আছে। ঝামেলা এখানেই। সাইফ-শহিদকে চুমু খেতে গিয়ে বারবারই ‘গোঁফ-বিপত্তি’তে পড়তে হয়েছে কঙ্গনাকে। বিশাল ভরদ্বাজের এই ছবির বেশির ভাগ শুটিং হয়েছে ভারতের অরুণাচল প্রদেশের কয়েকটি দুর্গম উপত্যকায়, যেখানে প্রায় কোনো নাগরিক সুবিধাই ছিল না। ছবির পাত্র-পাত্রীদের পোশাক পরিবর্তন করতে হয়েছে পাথরের আড়ালে। তবে কঙ্গনা বলছেন, এসব চ্যালেঞ্জের চেয়ে নায়কদের চুমু খাওয়া কম চ্যালেঞ্জের ছিল না!মন্তব্য