kalerkantho


ভুল বোঝানো হয়েছিল

রংবেরং ডেস্ক   

২২ অক্টোবর, ২০১৬ ০০:০০ভুল বোঝানো হয়েছিল

পর্দায় তাঁর হাতে থাকত অত্যাধুনিক অস্ত্র। শত্রুদের শাস্তি দিতে ঘুরে বেড়ান দেশ-বিদেশ। সেই ‘জেমস বন্ড’ই কি না পান-মসলার বিজ্ঞাপনে! পিয়ার্স ব্রসনানকে ভারতীয় পান-মসলার বিজ্ঞাপনে দেখে অবাক হয়েছিলেন অনেকেই। পান-মসলার মতো তামাকসমৃদ্ধ ক্ষতিকর পণ্যের সঙ্গে নিজের নাম জড়িয়ে সমালোচিত হয়েছিলেন খুব। শেষ কয়েক সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে নিয়ে চলছিল নানা ব্যঙ্গ-বিদ্রূপও। টাকার জন্য তিনি এসব করেছেন—এমন কথাও বলা হচ্ছিল। অবশেষে মুখ খুললেন ব্রসনান। জানালেন, তাঁকে ভুল বোঝানো হয়েছিল। তিনি জানতেন পণ্যটি নানা রকম বাদাম, সুপারি ও মসলায় তৈরি মাউথ ফ্রেশনার। তামাকের কথা জানতেন না। ‘ডাই অ্যানাদার ডে’ তারকা বলেন, ‘আমি গভীরভাবে শোকাহত ও বিস্মিত। ক্যান্সারে আমি আমার প্রথম স্ত্রী, মেয়েসহ অনেককেই হারিয়েছি। স্বাস্থ্য সুরক্ষার বিষয়গুলো মেনে চলতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।’


মন্তব্য