kalerkantho


আইটেম গানে সাবা

রংবেরং প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০আইটেম গানে সাবা

‘অ-প্রেম’ নাটকের জন্য আইটেম গানে নাচলেন সোহানা সাবা। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটিতে অপরাধজগতের বাসিন্দারূপে দেখা যাবে সাবাকে। ১৫ অক্টোবর ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। সাবা বলেন, “গল্পের প্রয়োজনে আইটেম গানে নেচেছি। গানটি সদ্য মুক্তি পাওয়া ‘রক্ত’ ছবির ‘ডানাকাটা পরী’। ছবিতে গানটির সঙ্গে নেচেছিলেন পরীমণি।” দিদার বলেন, ‘সাবার চরিত্রটির নাম লিসা। সে গ্যাংস্টার। ভালোবাসে আরেক গ্যাংস্টার জহিরকে। কিন্তু সেটা মেনে নেয় না দলনেতা শতাব্দী ওয়াদুদ। লিসা ও জহির তাদের ভালোবাসার পরিণতি চায়।’ নাটকটি আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারিত হবে।


মন্তব্য