kalerkantho


আইটেম গানে সাবা

রংবেরং প্রতিবেদক   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০আইটেম গানে সাবা

‘অ-প্রেম’ নাটকের জন্য আইটেম গানে নাচলেন সোহানা সাবা। মাহমুদ দিদারের পরিচালনায় নাটকটিতে অপরাধজগতের বাসিন্দারূপে দেখা যাবে সাবাকে।

১৫ অক্টোবর ঢাকা ও এর আশপাশের বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হয়েছে। সাবা বলেন, “গল্পের প্রয়োজনে আইটেম গানে নেচেছি। গানটি সদ্য মুক্তি পাওয়া ‘রক্ত’ ছবির ‘ডানাকাটা পরী’। ছবিতে গানটির সঙ্গে নেচেছিলেন পরীমণি। ” দিদার বলেন, ‘সাবার চরিত্রটির নাম লিসা। সে গ্যাংস্টার। ভালোবাসে আরেক গ্যাংস্টার জহিরকে। কিন্তু সেটা মেনে নেয় না দলনেতা শতাব্দী ওয়াদুদ। লিসা ও জহির তাদের ভালোবাসার পরিণতি চায়। ’ নাটকটি আগামী বছর ভালোবাসা দিবস উপলক্ষে দীপ্ত টিভিতে প্রচারিত হবে।


মন্তব্য