kalerkantho

রবিবার । ১১ ডিসেম্বর ২০১৬। ২৭ অগ্রহায়ণ ১৪২৩। ১০ রবিউল আউয়াল ১৪৩৮।

গোপন প্রেম

রংবেরং ডেস্ক   

২০ অক্টোবর, ২০১৬ ০০:০০গোপন প্রেম

একটু বেশিই রোমান্টিক তিনি। চরিত্রে এতটাই মজে যান যে বাস্তবেও সহ-অভিনেতার প্রেমে পড়েন।

কিছুদিন আগে ‘এক্স-মেন’-এর সহকর্মী নিকোলাস হল্টের সঙ্গে প্রেম করেছেন।

এবারও ঘটনা শুটিং সেটে। তবে সেটা অভিনেতা নন, খোদ পরিচালকের প্রেমে পড়েছেন জেনিফার লরেন্স। গ্রীষ্মের পুরোটাই অস্কারজয়ী অভিনেত্রী কাজ করেছেন ‘ব্ল্যাক সোয়ান’খ্যাত পরিচালক ড্যারেন আরোনফস্কির নতুন ছবিতে। নাম ঠিক না হওয়া এ ছবির শুটিং চলেছে টানা কয়েক মাস। এর মধ্যেই দুজনের মন দেওয়া-নেওয়া সারা। তবে দুজন ঘটনা চেপে রাখার আপ্রাণ চেষ্টা করলেও সফল হননি। হবে কী করে? লরেন্স থাকেন লস অ্যাঞ্জেলেসে আর ড্যারেন নিউ ইয়র্কে। প্রেমিককে দেখতে প্রায়ই তাই উড়ে যেতে হচ্ছে লরেন্সকে। তাঁর ঘন ঘন নিউ ইয়র্ক যাত্রা দেখেই সন্দেহ হয়। একটি সূত্রে ঠিকই ফাঁস হয় ঘটনা। দুজনের প্রেমের খবর রটার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ব্যঙ্গ করা হচ্ছে। কারণ লরেন্সের বয়স মাত্র ২৬ আর ড্যারেনের ৪৭। নিজের চেয়ে ২১ বছরের বড় একজনের সঙ্গে প্রেম হলে কী হয় এই হলো বিদ্রূপের বিষয়। প্রেম নিয়ে অবশ্য কেউই আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেননি।


মন্তব্য