kalerkantho


নতুন একক নিয়ে হৃদয় খান

রংবেরং প্রতিবেদক   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০‘বলনা’, ‘ছোঁয়া’ ও ‘ভালো লাগে না’ হৃদয় খানের তিনটি একক অ্যালবাম। এবার চতুর্থ একক নিয়ে আসছেন এই গায়ক-সুরকার-সংগীত পরিচালক। নাম চূড়ান্ত না হওয়া এই অ্যালবামে গান থাকছে আটটি। এরই মধ্যে সব গানের কাজ শেষ। আগামী ভালোবাসা দিবসের আগে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দেবেন বলে জানিয়েছেন হৃদয়। তবে তার আগেই অ্যালবামের কয়েকটি গান সিঙ্গল আকারে প্রকাশ করবেন। প্রথম গান ‘ছেড়ো না’ সম্প্রতি প্রকাশ করা হয়েছে ‘রবি ইয়োন্ডার মিউজিক’-এ। হৃদয় খানের সুর-সংগীতে এটির কথা লিখেছেন মিলন মাহমুদ। কিছুদিনের মধ্যে গানটির মিউজিক ভিডিওর কাজে হাত দেবেন হৃদয়। ভিডিওটি বানাবেন রম্য খান।

হৃদয় খান বলেন, ‘অনেক সময় নিয়ে এই অ্যালবামের গানগুলো করেছি। এবার বেশির ভাগ গানই অ্যাকুস্টিকনির্ভর। টেকনো, ট্র্যাডিশনাল প্রভৃতি ধাঁচের ওপর সুর-সংগীতায়োজন করা হয়েছে।’ হৃদয় আরো জানান, মুহাম্মদ মোস্তফা কামাল রাজের নতুন ছবি ‘তুমি যে আমার’-এর জন্য দুটি গান করছেন তিনি। এর মধ্যে একটি তাঁর একক, অন্যটি হবে দ্বৈত।


মন্তব্য