kalerkantho

ক্ষমা চাইলেন

রংবেরং ডেস্ক   

১৯ অক্টোবর, ২০১৬ ০০:০০ক্ষমা চাইলেন

কিছুদিন আগেই ‘ট্রাভেলার’ ম্যাগাজিনের প্রচ্ছদ হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু প্রশংসার বদলে জুটেছিল দুয়ো। কারণ প্রচ্ছদে সাদা টি-শার্ট পরা প্রিয়াঙ্কার গায়ে লেখা ছিল ‘রিফিউজি’, ‘ইমিগ্র্যান্ট’, ‘আউটসাইডার’ ও ‘ট্রাভেলার’—এই চার শব্দ। সেখানে প্রথম তিনটি লাল কালিতে কেটে শেষেরটিকেই কার্যত বৈধতা দেওয়া হয়েছে, যা ভীষণভাবে শরণার্থী ও অভিবাসীদের আঘাত করে। প্রচ্ছদ প্রকাশ পাওয়ার পরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। অনেকেই ভারতীয় এই অভিনেত্রীর সমালোচনায় মুখর হয়ে ওঠেন। অবস্থা বেগতিক দেখে বিষয়টি নিয়ে ক্ষমা চাইলেন প্রিয়াঙ্কা। এনডিটিভির সঙ্গে এক সাক্ষাৎ্কারে ‘কোয়ান্টিকো’ তারকা বলেন, ‘মানুষের অনুভূতিতে আঘাত দেওযার জন্য সত্যিই আমি দুঃখিত। কখনোই আমি নিজের গায়ে কোনো লেবেল জড়াতে চাই না। আসলে ভুল বার্তা দিয়ে বিষয়টি ছড়ানো হয়েছিল। বিষয়টি যে পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে, তাতে সত্যিই আমি মর্মাহত।’ সাক্ষাৎ্কারে প্রচ্ছদের বার্তা স্পষ্ট করে প্রিয়াঙ্কা বলেন, ‘আমরা সবাই আসলে ভ্রমণকারী। এটাই বোঝাতে চাওয়া হয়েছিল।’


মন্তব্য