kalerkantho

বৃহস্পতিবার । ৮ ডিসেম্বর ২০১৬। ২৪ অগ্রহায়ণ ১৪২৩। ৭ রবিউল আউয়াল ১৪৩৮।


আমির সালমানকে এক ঘরে আটকাব

১৮ অক্টোবর, ২০১৬ ০০:০০আমির সালমানকে এক ঘরে আটকাব

রবিবার শুরু হয়েছে রিয়ালিটি শো ‘বিগ বস’-এর দশম সিজন। সালমান খানের শোটির প্রথম পর্বে অতিথি ছিলেন দীপিকা পাড়ুকোন।

তিনি এসেছিলেন তাঁর প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স : রিটার্ন অব দ্য জেন্ডার কেজ’-এর প্রচারে। ‘বিগ বস’ প্রতিযোগিতাটি এমন, যেখানে প্রতিযোগীদের এক ঘরে তিন মাস ‘বন্দি’ অবস্থায় কাটাতে হয়, যা নিয়ে উপস্থাপক রসিকতার ছলে দীপিকা ও রণবীর সিংয়ের প্রেমের গুজবের দিকে ইঙ্গিত করেন। বলেন, তাঁদের দুজনকে এক ঘরে রাখলে মন্দ হবে না। দীপিকাও কম যান না। বলেন, আমির আর সালমান খানকেই তিনি বরং বিগ বসের ঘরে তালাবদ্ধ করে রাখতে চান, যা শুনে হাততালি দিয়ে সমর্থন করেন উপস্থিত দর্শকরা। সালমান নিজেও হেসে খুন।


মন্তব্য