kalerkantho

টিভি হাইলাইটস

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০টিভি হাইলাইটস

সেরা রন্ধনশিল্পী

আজ থেকে সেরা রন্ধনশিল্পী

এটিএন বাংলায় আজ শুরু হচ্ছে রিয়ালিটি শো ‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’। এবারের শোতে দেশের সাতটি বিভাগের ৪৯ জন প্রতিযোগী অংশ নিয়েছেন। প্রতিটি বিভাগ থেকে দুজন নির্বাচিত হবেন ফাইনাল রাউন্ডের জন্য। এই ১৪ জন থেকে ধাপে ধাপে নির্বাচিত হবেন সেরা চারজন, যাঁদের নিয়ে অনুষ্ঠিত হবে গ্র্যান্ড গালা। সেখান থেকেই নির্বাচিত হবেন ‘মিজান-মালয়েশিয়ান পাম অয়েল সেরা রন্ধনশিল্পী ২০১৬’। বিচারক হিসেবে রয়েছেন তাহেরা ওয়াহিদ, লবী রহমান, কল্পনা রহমান, নাফিজ ইসলাম লিপি এবং প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের শেফ মোহাম্মদ আলী। উপস্থাপনায় রয়েছেন মৌটুসী বিশ্বাস। প্রচারিত হবে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ৪০ মিনিটে।

 

নয়ছয়

প্রতি সোম ও মঙ্গলবার রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় ধারাবাহিক নাটক ‘নয়ছয়’। রচনা ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। অভিনয়ে আমিরুল হক চৌধুরী, সাজু খাদেম, আরফান, অ্যালেন শুভ্র, ইরফান সাজ্জাদ, তানজিকা, ঈশিকা খান, তিশা, মুকিত জাকারিয়া প্রমুখ।

 

কালকি’জ গ্রেট এস্কেপ

অভিনেত্রী কালকি কোয়েচলিনের বাবা জোয়েল কোয়েচলিন বাইক অ্যাডভেঞ্চারার। বাবা-মেয়ে মিলে এবার বেরিয়েছেন পূর্ব ভারত সফরে। তাঁদের আসাম, মেঘালয় ও অরুণাচল প্রদেশ ভ্রমণের অভিজ্ঞতা নিয়েই ‘কালকি’জ গ্রেট এস্কেপ’। দুজনের সফরে উঠে এসেছে এই অঞ্চলের প্রকৃতি, সংস্কৃতি আর মানুষের গল্প। দেখা যাবে রাত ৮টা ৩০ মিনিটে,    ফক্স লাইফে।

 

কোয়ান্টিকো

চলছে সিরিজটির দ্বিতীয় সিজন। সন্ত্রাস দমনে দক্ষতা দেখানোর পরও অ্যালেক্স পারিশকে এফবিআই থেকে অব্যাহতি দেওয়া হয়। সে এখন সিআইএর ডেস্কের সাধারণ কর্মী। সন্ত্রাসীদের পেছনে ছোটার চেয়ে প্রেমের দিকে মনোযোগ বেশি। কিন্তু হঠাৎ এক ঘটনা অ্যালেক্সকে ফিরিয়ে নিয়ে যায় পুরনো রূপে। অভিনয় করেছেন প্রিয়াঙ্কা চোপড়া, যশ হপকিন্স প্রমুখ।


মন্তব্য