kalerkantho


আবার হকের কথায় খানের সুর

রংবেরং প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০আবার হকের কথায় খানের সুর

প্রায় তিন সপ্তাহ চিকিৎসার পর হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন সংগীত পরিচালক আলম খান। শ্রোতাদের জন্য সুখবর হলো, অচিরেই নতুন গানের সুর করবেন তিনি। কথা সৈয়দ শামসুল হকের, কণ্ঠ দেবেন এন্ড্রু কিশোর। সৈয়দ হকের লেখা বেশ কয়েকটি জনপ্রিয় গানের স্রষ্টা এই জুটি।  এ প্রসঙ্গে এন্ড্রু কিশোর বলেন, ‘হক ভাইকে দেখতে হাসপাতালে গিয়েছিলাম। সে সময় তিনি চারটি গানের লিরিকের কথা বলেছিলেন। অসুস্থ শরীর নিয়ে হাসপাতালে বসেই এগুলো লিখেছিলেন। গানগুলো নিয়ে আলম খানের যেদিন বসার কথা ছিল, সেদিনই তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন। সৈয়দ হকও আমাদের ছেড়ে চলে যান। সেই কথাগুলোকে এবার সুর দেবেন আলম খান। আমার বিশ্বাস, বরাবরের মতো এবারও আমাদের গানগুলো শ্রোতারা গ্রহণ করবেন।’ আলম খানের ছেলে আরমান খান জানান, বাসায় ফিরেই কথাগুলোর সুর-সংগীত করার কথা ভাবছেন আলম খান। দু-এক দিনের মধ্যে সুর নিয়ে বসবেন তিনি, এরপর ধরবেন সংগীতায়োজনের কাজ। পুরো কাজ শেষ হলেই গানগুলো প্রকাশ করা হবে।


মন্তব্য