kalerkantho


ইতালিতে পুরস্কৃত অজ্ঞাতনামা

রংবেরং প্রতিবেদক   

১৭ অক্টোবর, ২০১৬ ০০:০০ইতালিতে পুরস্কৃত অজ্ঞাতনামা

ইতালির ট্রেন্টো শহরে অনুষ্ঠিত রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভালে পুরস্কৃত হয়েছে তৌকীর আহমেদের ‘অজ্ঞাতনামা’। শনিবার আনুষ্ঠানিকভাবে তৌকীরের হাতে পুরস্কার তুলে দেয় আয়োজকরা। এটি ‘অজ্ঞাতনামা’র চতুর্থ পুরস্কার। এর আগে ইতালির রোমে গালফ অব নেপলস ইনডিপেন্ডেন্ট, কসোভোর দ্য গডেস অন দ্য থ্রোন ও ওয়াশিংটন ডিসির সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভালে ছবিটি পুরস্কৃত হয়। তৌকীর বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে সিনেমা নির্মাণ করতে হয়। এরপর যখন ছবিটি বাইরের দেশে প্রশংসিত ও পুরস্কৃত হয়, তখন আর কষ্ট থাকে না। অন্য রকম তৃপ্তি কাজ করে।’ আজ সন্ধ্যায় ইতিলিতে প্রবাসী বাঙালিদের জন্য ‘অজ্ঞাতনামা’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। আগামীকাল দেশে ফেরার কথা রয়েছে এই অভিনেতা-পরিচালকের।


মন্তব্য