kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।

এক যুগ পেরিয়ে!

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০এক যুগ পেরিয়ে!

এক যুগ আগে ২০০৪ সালে হানিফ সংকেতের বাসায় তোলা হয়েছিল এই ছবি। তাঁর স্ত্রীর জন্মদিনে সেদিন হাজির হয়েছিলেন জেমস, হাসান, কানিজ সুবর্ণা, শ্রাবন্তী প্রমুখ।

গত শুক্রবার ফেসবুকে ছবিটি পোস্ট করেছেন শ্রাবন্তী। স্ট্যাটাসে লেখেন, ‘কত আগের পিক! মিসিং দ্যাট টাইম। ’

শ্রাবন্তীর এই স্ট্যাটাসের নিচে কমেন্ট করেন রুমানা রশীদ ঈশিতা। লেখেন, ‘সত্যিই সময়টা অনেক আগের ছিল। মাঝের বছরগুলো কই গেল!’


মন্তব্য