kalerkantho

মঙ্গলবার । ৬ ডিসেম্বর ২০১৬। ২২ অগ্রহায়ণ ১৪২৩। ৫ রবিউল আউয়াল ১৪৩৮।


সিয়াটলে পুরস্কৃত ফারুকী

রংবেরং প্রতিবেদক   

১৬ অক্টোবর, ২০১৬ ০০:০০যুক্তরাষ্ট্রের সিয়াটলে বসেছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’-এর ১১তম আসর। উৎসব শুরু হয়েছে ১৪ অক্টোবর, চলবে ২৩ অক্টোবর পর্যন্ত।

এ বছর দক্ষিণ এশীয় চলচ্চিত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীকে বিশেষ পুরস্কার ‘তাসভির এমারল্ড’ প্রদান করবে উৎসব কর্তৃপক্ষ। ২০ অক্টোবর উৎসবে প্রদর্শিত হবে এই নির্মাতার ‘পিঁপড়াবিদ্যা’। প্রদর্শনী শেষে ফারুকীর হাতে তুলে দেওয়া হবে এই পুরস্কার। ১০ দিনব্যাপী এবারের উৎসবের স্লোগান, ‘লাভ উইনস’। সিয়াটল এশিয়ান আর্ট মিউজিয়ামে উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় বাংলাদেশের আরেকটি ছবি অমিতাভ রেজার ‘আয়নাবাজি’। উৎসবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপাল, আফগানিস্তান ও শ্রীলঙ্কার ২৩টি পূর্ণদের্ঘ্য ও ২২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র দেখানো হবে।

গতকাল পর্যন্ত বুসান চলচ্চিত্র উৎসবে ছিলেন ফারুকী। সেখানে প্রদর্শিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের বিচারকের দায়িত্ব পালন করেছেন।


মন্তব্য