kalerkantho

শুক্রবার । ৯ ডিসেম্বর ২০১৬। ২৫ অগ্রহায়ণ ১৪২৩। ৮ রবিউল আউয়াল ১৪৩৮।

বরফ তবে গলল!

রংবেরং প্রতিবেদক   

১৫ অক্টোবর, ২০১৬ ০০:০০বরফ তবে গলল!

তিন বছর ধরে নির্মাণাধীন হাসিবুর রেজা কল্লোলের ‘সত্তা’। ছবির নায়ক শাকিব খান, নায়িকা পাওলি দাম।

দুই তারকার মান-অভিমানের কারণে শিডিউল মেলাতে গিয়ে বারবার পিছিয়েছে ছবিটির শুটিং। আর এক লট শিডিউল পেলেই ছবির শুটিং শেষ হবে। অবশেষে মিলেছে শাকিব-পাওলির শিডিউল। আজ থেকে কক্সবাজারের বিভিন্ন লোকেশনে শুটিং করবেন তাঁরা। কাল সন্ধ্যায় পাওলি কলকাতা থেকে ঢাকায় এসেছেন। শুধু তাই নয়, শাকিবের ওপর পাওলির যে অভিমান ছিল সেটিও ভেঙেছে। শাকিব এখন নিজের উদ্যোগেই ছবির কাজ শেষ করতে চেয়েছেন। গতকাল ফোনে শাকিব খান বলেন, ‘নভেম্বর থেকে নতুন কিছু ছবির শুটিং করব। তখন আর পুরনো ছবির কাজ করা সম্ভব হবে না। তাই নিজে থেকেই পাওলির সঙ্গে কথা বলে কল্লোলকে শুটিংয়ের আয়োজন করতে বলেছি। পরিচালকসহ আমরা এখন কক্সবাজারের পথে। ’


মন্তব্য