kalerkantho

আরো খবর

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০♦    আরটিভি প্রযোজিত মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ছবি ‘তুমি যে আমার’-এ গাইল ব্যান্ড চিরকুট। ‘শত্রু যখন কাছের বন্ধু’ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতে চিরকুট।

♦    আবারও ‘আলিফ লায়লা’। নভেম্বর থেকে আরব্য রজনীর গল্পে নির্মিত ভারতীয় সিরিজটি দেখাবে জিটিভি। এর আগে বিটিভি ও একুশে টেলিভিশনে প্রচারিত হয় এটি।

♦    শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আজ সন্ধ্যায় অনুষ্ঠিত হবে ‘তনুশ্রী পদক ২০১৬’।

♦    গত বছর এক পুরস্কার প্রদান অনুষ্ঠানে সালমান খান বলেছিলেন, ‘কিক’-এর সিক্যুয়ালে থাকবেন না জ্যাকলিন ফার্নান্দেজ। গতকাল পরিচালক নিশ্চিত করলেন, ‘কিক-২’-এ নায়িকা জ্যাকলিনই।


মন্তব্য