kalerkantho


‘আয়নাবাজি’ নিয়ে সিয়াটলে

রংবেরং প্রতিবেদক   

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০‘আয়নাবাজি’ নিয়ে সিয়াটলে

৩০ সেপ্টেম্বর অমিতাভ রেজার ‘আয়নাবাজি’ মুক্তির পর থেকে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সশরীরে হাজির হয়েছেন ছবির প্রধান অভিনেতা চঞ্চল চৌধুরী। এবার গেলেন দেশের বাইরে, যুক্তরাষ্ট্রের সিয়াটলে। সঙ্গে নিয়ে গেলেন ‘আয়নাবাজি’। ১৪ থেকে ২৩ অক্টোবর সেখানে বসছে ‘সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব’-এর ১১তম আসর। আজ উৎসবের উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে ‘আয়নাবাজি’। ৭ অক্টোবর সিয়াটলের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চঞ্চল। সেখান থেকে বললেন, ‘এবারই প্রথম নয়, আগেও আমেরিকায় এসেছি। তবে এবার এসেছি নিজের ছবির প্রতিনিধিত্ব করতে। আশা করছি, আজকের শো এখানকার দর্শকরাও উপভোগ করবে।’

আরো জানালেন, ২০ অক্টোবর দেশে ফিরবেন, উৎসব শেষ হওয়ার আগেই।


মন্তব্য