kalerkantho


কনসার্ট ফর বাংলাদেশে বব ডিলান

১৪ অক্টোবর, ২০১৬ ০০:০০কনসার্ট ফর বাংলাদেশে বব ডিলান

‘কনসার্ট ফর বাংলাদেশ’-এ [বাঁ থেকে] জর্জ হ্যারিসন, বব ডিলান ও লিওন রাসেল

ব্লোয়িং ইন দ্য উইন্ড এখনো কানে এসে আছড়ে পড়ে, অনুপ্রেরণায় বলীয়ান করে শান্তিবাদীদের। এমন শিল্পী যে একাত্তরের রক্তাক্ত বাংলাদেশের কথা জানবেন এবং একটা কিছু করার জন্য ছটফট করবেন, সেটা ছিল অবধারিত। ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর মঞ্চে আসার আগে জর্জ হ্যারিসন ভেবেছিলেন, ডিলান বুঝি খানিকটা নার্ভাস। কিন্তু ভুল ভাঙল পরেই। হ্যারিসনের ভাষায়, ‘তাকে খুব নার্ভাস দেখাচ্ছিল। কাঁধে গিটার ঝুলিয়ে আসছিল...সে আসছে...হেলেদুলে...আর ওই মুহূর্তেই আমি নিশ্চিত হয়েছিলাম যে সে কাজটা করতে যাচ্ছে।’ ওই দিনের কনসার্টে আসা অনেক দর্শকের কাছে ডিলানের ওই এন্ট্রিটাও ছিল নায়কোচিত, মনে রাখার মতো। একে একে গেয়েছিলেন পাঁচটা গান—‘আ হার্ড রেইনস আ-গনা ফল’, ‘ব্লোয়িং ইন দ্য উইন্ড’, ‘ইট টেকস আ লট টু লাফ’, ‘লাভ মাইনাস জিরো’ এবং ‘জাস্ট লাইক আ ওম্যান’।


মন্তব্য