kalerkantho

রবিবার। ৪ ডিসেম্বর ২০১৬। ২০ অগ্রহায়ণ ১৪২৩। ৩ রবিউল আউয়াল ১৪৩৮।

অ্যাকসিডেন্ট

রংবেরং ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০অ্যাকসিডেন্ট

বিরাট পরিবার। সব মিলিয়ে ১৪ ভাইবোন।

তিনি সবচেয়ে ছোট। একেবারে ১৪তম। তাই ছোটবেলায় সেলিন ডিওনকে সবাই মজা করে ডাকত ‘অ্যাকসিডেন্ট’। লাস ভেগাসে নিজের হাজারতম শো পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে ঘটনা ফাঁস করে ৪৮ বছর বয়সী গায়িকা বলেন, ‘সবাই ভাবত আমার মা-বাবা হয়তো আর কোনো সন্তান চায়নি। দুর্ঘটনাবশত আমার জন্ম। এ কারণে ছোটবেলায় যেখানে-সেখানেই এ নামে ডেকে সবাই খেপাত। ’ অনুষ্ঠানে চৌদ্দ ভাইবোন থাকাকে নিজের এক হাজার শোর চেয়েও বেশি আশ্চর্যের বলেও মজা করেন তিনি। এক হাজার শো করার অনুভূতি জানতে চাইলে স্বভাবসুলভ রসিকতায় সেটারও উত্তর দেন তিনি, ‘ওমা, তাই নাকি! আমি কিন্তু নিজেকে এতটা বয়স্ক মনে করি না। ’


মন্তব্য