kalerkantho


দিল্লিতে সাঁঝবেলার বিলাপ

রংবেরং প্রতিবেদক   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০দিল্লিতে সাঁঝবেলার বিলাপ

‘ন্যাশনাল স্কুল অব ড্রামা’ [এনএসডি] নবম এশিয়ান প্যাসিফিক নাট্যোৎসবে মঞ্চস্থ হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক ‘সাঁঝবেলার বিলাপ’। ১৯ থেকে ২৫ অক্টোবর ভারতের নয়াদিল্লিতে বসবে এই আসর। ফরাসি নাট্যকার জঁ রাসিনের ‘ফেইড্রা’ অবলম্বনে নাটকটি অনুবাদ করেছেন অসিত কুমার। নির্দেশনায় ড. ইসরাফিল শাহীন। এতে অভিনয় করছেন থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থীরা। বিভিন্ন চরিত্রে আছেন ইলিয়াস বাসেত, আফরিন তোড়া, ইসতিয়াক খান পাঠান, ধীমান চন্দ্র বর্মন, রানা নাসির, সাওগাতুল ইসলাম ও সাফওয়ান মাহমুদ। ড. ইসরাফিল শাহীন বলেন, ‘ফেইড্রা এখনো বেশ প্রাসঙ্গিক। এটিকে নতুন আঙ্গিকে উপস্থাপন করছি। আমাদের বিশ্বাস, অন্যান্যবারের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নাটক এনএসডিতে প্রশংসিত হবে। দিল্লি থেকে ফিরে ঢাকার দর্শকদের জন্য প্রদর্শনের ব্যবস্থা করব। বিভাগীয় শহরগুলোতেও মঞ্চায়নের পরিকল্পনা রয়েছে।’


মন্তব্য