kalerkantho


কাঁদলেন, কাঁদালেন

রংবেরং ডেস্ক   

১২ অক্টোবর, ২০১৬ ০০:০০কাঁদলেন, কাঁদালেন

বছর দুয়েক আগে বিষণ্ণতায় ডুবে গিয়েছিলেন। অবস্থা এতই খারাপ ছিল যে অভিনয় ছাড়ার কথাও ভেবেছিলেন দীপিকা পাড়ুকোন। সে সময় পেরিয়ে তিনি এখন বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন। তবে সাফল্যের সময়ে ভুলে যাননি দুঃসময়ের কথা। গত বছর মানসিক সমস্যায় আক্রান্তদের জন্য চালু করেছেন ফাউন্ডেশন, নিয়মিত বিষয়টি নিয়ে তিনি কথা বলেন। ইতিবাচক চিন্তা করতে ভক্তদের উৎসাহিত করেন। ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে সেটা আরো একবার করলেন ‘পিকু’ অভিনেত্রী। মানসিক সমস্যায় আক্রান্তদের সাহায্যের জন্য চালু হচ্ছে ‘দোবারা পুছো’ কর্মসূচি। সেখানে হাজির হয়ে নিজে ‘বিষণ্ন’ দিনগুলোর কথা মনে করে কান্নায় ভেঙে পড়েন দীপিকা, ‘সেবার মা-বাবা আমাকে দেখতে এসেছিল। তারা চলে যাওয়ার সময় নিজেকে খুব একা লাগছিল। রুমের এক কোণে বসে চোখ মুছছিলাম। মা কাছে আসতেই কান্নায় ভেঙে পড়েছিলাম।’ অভিনেত্রীর বিষণ্ন দিনগুলোর কথা শুনতে শুনতে আপ্লুত হয়ে পড়েছিল দর্শকরাও। খারাপ সময়ের অভিজ্ঞতার সঙ্গে সেটা থেকে বেরিয়ে আসার মন্ত্রও জানিয়েছেন ‘মাস্তানি’, ‘এ সময়ে তাদের সঙ্গে ভালো ব্যবহার, সমর্থন খুব জরুরি, আমার ক্ষেত্রে যে কাজটা মা করেছেন। মা না থাকলে কী যে হতো! এ জন্য মাকে ধন্যবাদ জানাতে চাই।’


মন্তব্য