kalerkantho

এবার বসগিরি ২

রংবেরং প্রতিবেদক   

১১ অক্টোবর, ২০১৬ ০০:০০গেল ঈদে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে শাকিব খান ও নবাগত বুবলি অভিনীত ‘বসগিরি’। চতুর্থ সপ্তাহে এসেও ২৮টি হলে চলছে ছবিটি। আর এ সাফল্যে উজ্জীবিত হয়ে ছবিটির পরিচালক শামীম আহমেদ রনি এবার ‘বসগিরি ২’ নির্মাণের ঘোষণা দিলেন। এরই মধ্যে নামও নিবন্ধন করেছেন। খান ফিল্ম প্রযোজিত এই ছবিতেও নায়কের ভূমিকায় দেখা যাবে শাকিব খানকে। নায়িকা হিসেবে কে থাকছেন তা চূড়ান্ত না হলেও দৌড়ে এগিয়ে আছেন অপু বিশ্বাস। পরিচালক শামীম আহমেদ রনি বলেন, ‘এই ছবি বসগিরির সিক্যুয়াল নয়। এটাকে বলা যেতে পারে বসগিরি সিরিজের আরেকটি ছবি। প্রথম ছবিতে শুরুতে অপু বিশ্বাসকে নিতে চেয়েছিলেন প্রযোজক। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। প্রযোজকের ইচ্ছা এটিতে অপুকে নেওয়ার। অপু আবারও চলচ্চিত্রে ফিরছেন। প্রযোজক তাঁর সঙ্গে কথা বলে তারপর সিদ্ধান্ত নেবেন।’ তিনি আরো জানান, আগামী বছরের এপ্রিলে ছবিটির শুটিং শুরু হবে। মুক্তি দেওয়া হবে আগামী বছরের কোরবানির ঈদে।


মন্তব্য