kalerkantho


মাহির নায়ক বাঁধন

রংবেরং প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০মাহির নায়ক বাঁধন

৮ অক্টোবর রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার নবরাত্রি হলে হয় ‘ফেয়ার অ্যান্ড লাভলী ম্যান-চ্যানেল আই হিরো’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

এদিনই প্রথম ছবিতে অভিনয়ের খবরটি পেয়ে যান প্রতিযোগিতার বিজয়ী বাঁধন কুমার সাহা। অভিষেক ছবিতেই তাঁর নায়িকা হচ্ছেন মাহিয়া মাহি। হুুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ অবলম্বনে ছবিটি পরিচালনা করবেন মেহের আফরোজ শাওন। অনুষ্ঠানে ছবিটির ঘোষণা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ছবিটির নায়িকা মাহিয়া মাহি, পরিচালক মেহের আফরোজ শাওন, পরিবেশনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ইউনিলিভার বাংলাদেশের ব্র্যান্ড বিল্ডিং ডিরেক্টর জাভেদ আখতার প্রমুখ।

মাহিয়া মাহি বলেন, “হুুমায়ূন আহমেদ স্যারের গল্পে ‘কৃষ্ণপক্ষ’ ছবিতে অভিনয় করেছি। সবার কাছ থেকে ইতিবাচক সাড়াও পেয়েছি। আশা করি এবারও ভালো কিছু হবে। নতুন নায়ক বাঁধন  নিজের সেরাটা দিতে চাইবে।”

হুুমায়ূন আহমেদের ‘নক্ষত্রের রাত’ নামে একটি নাটক হয়েছিল। একই নামে চলচ্চিত্র প্রসঙ্গে ফরিদুর রেজা সাগর বলেন, ‘নাটকের সঙ্গে ছবির কোনো মিলই থাকবে না।’


মন্তব্য