kalerkantho


অস্ট্রেলিয়ায় বিশ্বজিতের ভিডিও

রংবেরং প্রতিবেদক   

১০ অক্টোবর, ২০১৬ ০০:০০অস্ট্রেলিয়ায় বিশ্বজিতের ভিডিও

রবীন্দ্রনাথের ‘আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী’ গানটিতে আগেই কণ্ঠ দিয়েছিলেন কুমার বিশ্বজিৎ। ২২ শ্রাবণ গানটির অডিও প্রকাশ করেন তিনি। এবার শারদীয় দুর্গাপূজা সামনে রেখে প্রকাশ করলেন ভিডিও। বিদেশিনীকে নিয়ে লেখা গানটির ভিডিও বিদেশেই করেছেন এ গায়ক! অস্ট্রেলিয়ার ব্রিসবেন ও সিডনির বিভিন্ন মনোরম লোকেশনে হয়েছে শুটিং। ভিডিও পরিচালনায় আশিকুর রহমান। ভিডিওতে বিশ্বজিতের সঙ্গে গিটার বাজাতে দেখা যাচ্ছে গায়ক-সংগীত পরিচালক ইফতিকে। ভিডিওটি প্রকাশ করা হয়েছে সিএমভির নিজস্ব ইউটিউব চ্যানেলে। কুমার বিশ্বজিৎ বলেন, ‘বিশ্বকবির প্রতি সম্মান জানাতেই গানটি করেছিলাম। এবার পূজা সামনে রেখে গানটির ভিডিও প্রকাশ করতে পেরে খুব ভালো লাগছে। বলা যায়, পূজায় ভক্ত-শ্রোতাদের জন্য এটা আমার উপহার। আমার বিশ্বাস সবার ভালো লাগবে।’ গানটির সংগীতায়োজন করেছেন কুমার বিশ্বজিৎ অ্যান্ড ফ্রেন্ডস।


মন্তব্য