kalerkantho


পান মসলার বিজ্ঞাপনে বন্ড

রংবেরং ডেস্ক   

৯ অক্টোবর, ২০১৬ ০০:০০পান মসলার বিজ্ঞাপনে বন্ড

‘গোল্ডেন আই’, ‘টুমরো নেভার ডাইজ’ ছবির নায়ক এখন বিলবোর্ডে পান মসলার কৌটা হাতে ভারতের বিভিন্ন শহরের অলিগলিতে। মুখে কাঁচাপাকা দাড়ি ও চুল। তাঁর সইও আছে তাতে। না, ভুল শোনেননি, ভারতীয় ‘পান মসলা’র বিজ্ঞাপনে ‘জেমস বন্ড’ তারকা পিয়ার্স ব্রসনান। শুক্রবার থেকে বিজ্ঞাপনচিত্রটি প্রচারিত হচ্ছে বিভিন্ন টিভি চ্যানেলে। বন্ডের মুখে পণ্যটির ট্যাগলাইন—‘ক্লাস নেভার গোজ আউট অব স্টাইল’।

শুক্রবার থেকেই বিষয়টি ফেসবুক-টুইটারের হট টপিক। অনেক ‘বন্ড’ভক্তই প্রিয় তারকার এই রূপ সহ্য করতে পারেননি। জানুয়ারিতে ক্যান্সারসচেনতা বাড়াতে পান মসলার বিজ্ঞাপন থেকে বলিউড তারকাদের সরে আসার অনুরোধ জানায় দিল্লি স্বাস্থ্য অধিদপ্তর। সেখানে এখন হলিউড তারকা! ব্রসনানই বা কেন রাজি হলেন? এই প্রশ্নের উত্তর মেলেনি। তবে ৬৩ বছর বয়সী হলিউড তারকাকে মডেল করতে পেরে ভীষণ খুশি বিজ্ঞাপন সংস্থা—‘একটা বনেদি ভাব এনেছেন ব্রসনান। আমাদের পণ্যের জন্য এমন মডেলই    দরকার ছিল।’


মন্তব্য